ঢাকা Thursday, 02 May 2024

ইসরায়েলের হামলার কথা অস্বীকার করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 10:43, 19 April 2024

ইসরায়েলের হামলার কথা অস্বীকার করছে ইরান

ইরানে আঘাত হেনেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। বার্তা সংস্থা বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে বিষয়টি অস্বীকার করেছেন ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। 

এক কর্মকর্তা শুক্রবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের মধ্যাঞ্চলের শহর ইসফাহানের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে তার কারণ ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠা। ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি নগরীর আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান, যা নিয়ে এক সপ্তাহজুড়ে বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েল যেকোনো মুহূর্তে ইরানে পাল্টা হামলা করতে পারে।