প্রেম করতে গিয়ে বিরক্ত লাস্যময়ী টেনিস তারকা
টেনিস দুনিয়ায় লাস্যময়ী হিসাবেই পরিচিত ইউজিনি বুশার্ড। কানাডার খেলোয়াড় চোটের কারণে প্রায় এক বছরের বেশি সময় কোর্টের বাইরে। এই সুযোগে ডেটিংয়ে গিয়েছিলেন বুশার্ড। কিন্তু সেখানেও এক রাশ বিরক্তির সম্মুখীন এই তারকা। কারণ, যার সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন তিনি অদ্ভুতকাণ্ড ঘটালেন।
রোববার, ১৯ জুন ২০২২, ১৪:৩৩