রাবিতে সংঘর্ষ: ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মতিহার থানায় মামলাটি করা হয়। সোমবার (১৩ মার্চ) সকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি কাজে বাধার দেয়ার অভিযোগে রোববার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। এতে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, রাবির এক শিক্ষার্থীর সঙ্গে বাসশ্রমিকদের ভাড়া ও সিটে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূচনা হয়।
সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১১:৪২