ঢাকা Wednesday, 27 September 2023

শিক্ষক সংকটে রাঙামাটি সরকারি মহিলা কলেজ, পাঠদান ব্যাহত
শিক্ষক সংকটে রাঙামাটি সরকারি মহিলা কলেজ, পাঠদান ব্যাহত

 ‘পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই, শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন।’ বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এ্যারিস্টটল আড়াই হাজার বছর পূর্বে এমন মন্তব্য করেছিলেন। কিন্তু সুন্দরভাবে যোগ্য মানুষ গড়ার কারিগর সংকটে আছেন পার্বত্য চট্টগ্রামে নারী শিক্ষার বিস্তারের জন্য প্রতিষ্ঠিত হওয়া রাঙামাটি সরকারি মহিলা কলেজ। দেড় হাজারের অধিক শিক্ষার্থীর জন্য স্বল্প সংখ্যক শিক্ষক দিয়ে দীর্ঘদিন ধরে চলছে এর শ্রেণী কার্যক্রম। শিক্ষক সংকটের ফলে নিয়মিত ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। এতে শিক্ষার্থীদের পাশাপাশি হতাশ অভিভাবকরাও। এই বিষয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চাহিদা পত্র পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত পর্যাপ্ত শিক্ষক পদায়নের দাবি কলেজ কর্তৃপক্ষের।