ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ
‘বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই’

‘বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই’

​​​​​​​বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি। প্রকৃতপক্ষে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই। সুদূর লন্ডন থেকে যে ওহি নাজিল হয় কিংবা যে সিদ্ধান্ত আসে, তা মুখ বুজে মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা।

বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে : কাদের
বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে : কাদের

‘রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনগড়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মন্তব্য করেন তিনি। মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। সরকার সড়কে একটি মৃত্যুও চায় না। শেখ হাসিনা সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার, ২০ মার্চ ২০২৩, ১৪:৩২

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : মায়া
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : মায়া

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশ ভালো থাকে, ইতিহাস বিকৃতি হয় না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিকৃতি করে বিএনপির মির্জা ফখরুল। তিনি (মির্জা ফখরুল) বলেন- খালেদা জিয়া দেশের প্রথম মুক্তিযোদ্ধা! শুধু তাই নয়, তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা! শনিবার (১৮ মার্চ) গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৩’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১৪:৩৮