ঢাকা Wednesday, 27 September 2023
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছেন নিউইয়র্কের একটি আদালত। বিচারক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর তার রিয়েল এস্টেট ব্যবসাসংক্রান্ত তথ্য জালিয়াতি করেছেন এবং এই ব্যবসা তাকে খ্যাতি ও অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে পৌঁছে দিয়েছিল। শাস্তি হিসেবে নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল করার আদেশ দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজধানী আটলান্টায় একটি শপিং মলের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আফ্রিকার দেশ সোমালিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
রাশিয়ায় বন্ধু দেশের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ। দেশটি তাদের ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশের একটি তালিকা অনুমোদন করেছে, যাদের ব্যাংক ও ব্রোকারদের রাশিয়ান মুদ্রাবাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা। রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনাসদস্যরা।
নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননা করেছেন ইসলাম বিদ্বেষী সংগঠন পেজিদার এক নেতা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির হেগে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে কোরআন ছিঁড়ে ফেলেন তিনি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদুইন ভেগেনসভালদ জার্মানভিত্তিক ইসলামবিদ্বেষী সংগঠন পেজিদার নেদারল্যান্ডস শাখার নেতা।
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) কোটা ভারু গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস চলাকালীন সময়ে একটি এক্সপ্রেস বাস থেকে আট ভারতীয় নাগরিক এবং চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ইয়াঙ্গুনে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
আফ্রিকার দেশ বেনিনের একটি জ্বালানি ডিপোতে আগুন লেগে বিকট বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। এর ফলে সেখানে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। ওই বিস্ফোরণের ঘটনার পর আকাশে ধোঁয়ার কালো মেঘ দেখা গেছে। বেনিনের সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য দিয়েছেন।
সিগারেট নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য। এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মূলত পরবর্তী প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতেই এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভারতের গুজরাটে বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর অটো চালকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অটোরিকশা ভাড়া করার পরিবর্তে ক্যাব ভাড়া করায় তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
Starsangbad