হজযাত্রীদের বিমান ভাড়া কমাতে ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া ‘যৌক্তিক’ পর্যায়ে কমাতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৩ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে হজযাত্রী, হজ এজেন্সি ও পত্র-পত্রিকাসহ বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিরূপ প্রতিক্রিয়া আসছে।
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ২২:০৩