ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ
যে কারণে বলিউড থেকে হারালেন তনুশ্রী
যে কারণে বলিউড থেকে হারালেন তনুশ্রী

​​​​​​​বলিউডের ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন তিনি একসময়। ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ গানটিতে তার অভিনয় দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। তিনি তনুশ্রী দত্ত। ছিপছিপে রোগা, সুন্দরী তনুশ্রীর ঘনিষ্ঠ দৃশ্যে কোনো আপত্তি না থাকায় তরতরিয়ে উঠেছিলেন জনপ্রিয়তার চূড়ায়। যেসময়ে আর ৫ জন অভিনেত্রী চুম্বন দৃশ্যে অভিনয় করতেও পাঁচবার ভাবতেন, সেখানে তিনি অবলীলায় একের পর এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে যেতেন। জনপ্রিয়তা পেতে দেরি হয়নি তনুশ্রীর। তবে কয়েকটি ছবিতে অভিনয় করলেও মন ভরছিল না তার। তনুশ্রীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে।

সোমবার, ২০ মার্চ ২০২৩, ১৪:২৪