ঢাকা Wednesday, 27 September 2023

আজব প্রথা, বিয়ের যৌতুক বিষধর সাপ
আজব প্রথা, বিয়ের যৌতুক বিষধর সাপ

বহু সংস্কৃতির দেশ ভারত। আয়তনে বিশালতার কারণে ভারতের নানা প্রান্তের জনপদে নানা ধরনের সংস্কৃতি ও প্রথার প্রচলন রয়েছে। এসব প্রথার মধ্যে কিছু এতটাই অদ্ভুত যে শুনলে বিস্মিত হতে হয়। এমনই এক প্রথা রয়েছে ভারতের অন্যতম প্রধান রাজ্য মধ্যপ্রদেশে বসবাস করা গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে। এ সম্প্রদায়ের মানুষের মধ্যে এ ধরনের একটি অদ্ভুত প্রথার প্রচলন রয়েছে বহু যুগ ধরে। অদ্ভুত এই প্রথাটি মেনে এই সম্প্রদায়ের মানুষেরা মেয়ের বিয়েতে জামাইকে যৌতুক হিসেবে ২১টি বিষধর সাপ দিয়ে থাকেন। তাদের বিশ্বাস নতুন জামাইকে সাপ প্রদান করলে নবদম্পতির বিবাহোত্তর জীবন সুখের হয়ে থাকে, আর তা নাহলে নাকি বিয়ে খুব তাড়াতাড়ি ভেঙে যায়।