ঢাকা Wednesday, 27 September 2023
বর্তমান বিশ্বের মানুষ শারীরিকভাবে সক্ষম থাকতে, যৌবন ধরে রাখতে, দীর্ঘায়ু হতে কোটি কোটি টাকা ব্যয় করছে। সেখানে পাক অধিকৃত কাশ্মীরের বসবাস করা হুনজা সম্প্রদায় বার্ধক্যকে ঠেকিয়ে রেখেছেন প্রাকৃতিকভাবেই।
আমাদের সমাজে বিয়ের দিন রাজার আদর পান বর। খাতির যত্নে এতটুকু খামতি থাকেনা। কিন্ত পৃথিবীতে বসবাস করা নানা জনজাতির রয়েছে নিজস্ব নানা সংস্কৃতি। বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে এ ধরনের রীতি পালন করে আসছেন তারা।
বিশ্বের নানা দেশে রয়েছে নানা আইন। তবে অনেক দেশের এমন কিছু আইন থাকে যা দৃষ্টি কারে সারা পৃথিবীর মানুষের। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ায় রয়েছে এমন একটি আইন যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে মুখোমুখি হতে হয় দণ্ডের।
পৃথিবীতে রয়েছে নানা জনজাতি। তাদের সামাজিক রীতি।আফ্রিকার নিজার নামে দেশে বসবাস করা জনজাতি ওদাবে। যাদের একটি রীতি বউ চুরি। এই বউ চুরি এখানে রীতিমত পালন করা হয় উৎসব করে। এ জনজাতিতে কোনও নারী বা পুরুষের প্রথম বিয়েটা হয় বাড়ির বড়দের সিদ্ধান্তে। বিয়ে হয় কেবলমাত্র তুতো (চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো ভাই-বোন) ভাইবোনের মধ্যে। এটাই এখানকার রীতি। সম্পর্কে তুতো ভাইবোন না হলে বিয়ে হবেনা। বড়ারা মেনে নেবেন না। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তারপর কিন্তু বউ চুরি যাওয়ার সম্ভাবনা এবং সুযোগ ২টোই থাকে
পৃথিবীতে নানা প্রান্তে রয়েছে আদিবাসীদের বাস। তাঁরা তাঁদের মতই থাকেন। তাঁরা হয়তো তাঁদের প্রকৃতির কোলের বাসস্থান ছেড়ে, তাঁদের সংস্কৃতি ছেড়ে বাইরে দুনিয়াতে যেতে আগ্রহী হন না। তবে অন্য কোথাও থেকে মানুষ গেলে তাড়িয়ে দেন না।
বহু সংস্কৃতির দেশ ভারত। আয়তনে বিশালতার কারণে ভারতের নানা প্রান্তের জনপদে নানা ধরনের সংস্কৃতি ও প্রথার প্রচলন রয়েছে। এসব প্রথার মধ্যে কিছু এতটাই অদ্ভুত যে শুনলে বিস্মিত হতে হয়। এমনই এক প্রথা রয়েছে ভারতের অন্যতম প্রধান রাজ্য মধ্যপ্রদেশে বসবাস করা গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে। এ সম্প্রদায়ের মানুষের মধ্যে এ ধরনের একটি অদ্ভুত প্রথার প্রচলন রয়েছে বহু যুগ ধরে। অদ্ভুত এই প্রথাটি মেনে এই সম্প্রদায়ের মানুষেরা মেয়ের বিয়েতে জামাইকে যৌতুক হিসেবে ২১টি বিষধর সাপ দিয়ে থাকেন। তাদের বিশ্বাস নতুন জামাইকে সাপ প্রদান করলে নবদম্পতির বিবাহোত্তর জীবন সুখের হয়ে থাকে, আর তা নাহলে নাকি বিয়ে খুব তাড়াতাড়ি ভেঙে যায়।
সাপকে গোটা বিশ্ব ভয় পায়। সেই সাপকে ভালবেসে, শ্রদ্ধা সহকারে পরিবারেরই এক সদস্য হিসেবে বাড়ির ভিতরে ঠাঁই দিয়েছে ভারতের মহারাষ্ট্রের শেতপাল গ্রামের বাসিন্দারা। আর সেই কারণেই একে বলা হয় ‘সাপের গ্রাম’।
আমাদের পৃথিবীতে সাপের ৩৫ কোটি প্রজাতি রয়েছে। যার মধ্যে প্রায় ৬০০ প্রজাতি বিষাক্ত। ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটারের বাংলাদেশে বিকশিত হয়েছে ৯৪ প্রজাতির সাপ। এদের মধ্যে ২৬টি প্রজাতি মারণ বিষের অধিকারী। তবে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যা একান্তই সাপেদের। এখানেই দেখা মেলে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের। যেখানে কোন মানুষের যাওয়ার অনুমতি নেই।
পাখির ভাষা মানে তো পাখির ডাক। এই ভাষাতে কি মানুষ নিজেদের মধ্যে কথা বলতে পারে? এমন একটি গ্রাম আছে যেখানে পাখির ভাষাতেই এখনও কথা বলেন মানুষজন।তুরস্কের পাহাড়ের কোলে অবস্থিত পাখির ডাকের এই গ্রামের নাম কুসকয়। চারদিকে পাহাড়। তার ঢাল ধরে সবুজ বনানী। নীল আকাশের তলায় এই পাহাড়ের ঢালে গড়ে উঠেছে জনবসতি। যেখানে মানুষকে পাহাড়ের ঢালেই কাজ করতে হয়। ফসল ফলাতে হয়।
বিশ্বের যে প্রান্তেই যাওয়া যাক না কেন সেখানেই মশার অস্তিত্ব লক্ষ করা যায়। বর্তমানে মশার যন্ত্রনায় সকল মানুষ অতিষ্ঠ। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত মারণ রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করানোর কাজটা করে মশা। মশাবাহিত রোগে প্রতিবছর বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়। বহু মানুষ অসুস্থ হন। ৩ হাজার রকমের মশা বিশ্বজুড়ে উড়ে বেড়ায়। যার অনেকগুলি মানুষের জন্য ক্ষতিকারক। তবে একটিমাত্র দেশ আইসল্যান্ড যেখানে মশা নেই। এই অপরূপ সুন্দর দেশে মশার দেখা পাওয়া যায়না।
“বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর/ পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!/ চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার।/...মরিল বাবর– না, না ভুল কথা, মৃত্যু কে তারে কয়?/ মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়,/ পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়!”
Starsangbad