শরীরে লবণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বৈদ্যুতিক চপস্টিক
রসনা তৃপ্তি তো মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। সেই কাজটা ঠিকমতো না হলে দিনটাই যেন বিস্বাদ হয়ে যায়। যদিও রসাস্বাদনে বাঙালির জুড়ি মেলা ভার। তবে জাপানিরাও এতে কম যান না। নিজের দেশের রকমারি খাবারদাবার চাখতে তাদের উৎসাহের অন্ত নেই। আর জাপান মানেই আবার প্রযুক্তি। তো খাবারের সঙ্গে যদি প্রযুক্তিকে জুড়ে ফেলা যায়, সেটা কেমন হবে? শুনে আশ্চর্য হচ্ছেন তো? কিন্তু প্রকৃত ঘটনা সেটাই। স্বাদ বাড়াতে এবার তাদের আবিষ্কার বৈদ্যুতিক চপস্টিক! নোনতা স্বাদ বাড়াতে সাহায্য করবে এই চপস্টিক। এটি ডায়েটের জন্য ভালো। যাদের শরীরে সোডিয়ামের ভাগ কমানো প্রয়োজন, তারা এই চপস্টিক ব্যবহার করে খাবার খেলে স্বাদ ও স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই সুবিধা পাবে।
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১৫:২০