ঢাকা Wednesday, 27 September 2023
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগ থেকে রোপা আমন ধানের জন্য ক্ষতিকর পোকা সনাক্তকরণে আলোক ফাঁদ পাতা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
‘খাদ্যভাণ্ডার’ হিসেবে খ্যাত দিনাজপুরের কৃষিতে আনারস চাষ যোগ করেছে নতুন মাত্রা। এই ফসল চাষে অফুরন্ত সম্ভাবনা দেখছেন জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের সৌখিন চাষি নূরুন নবী আশিকি বাবলু।
কোরবানীর ঈদের আগে থেকেই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। জমিতে পর্যাপ্ত পানি জমে আছে। বীজতলায় চারাও প্রস্তুত। এই সুযোগে জমি তৈরী করে রোপা আমন চারা রোপনের কাজ শুরু করে দিয়েছেন পঞ্চগড়ের কৃষকরা। প্রকৃতির ওপর নির্ভরশীল এই আমন ধানের কচি চারা জমিতে লাগানোর ধুম পড়েছে গোটা জেলায়। বীজতলা থেকে চারা তুলে তার জমিতে রোপন করতে ব্যস্ত কৃষক-কৃষাণীরা। মৌসূমের শেষের দিকে বৃষ্টি না হওয়ার আশংকায় সময়ের আগেই মজুরী বেশি দিয়ে হলেও জমিতে চারা রোপন শুরু করেছে কৃষকরা। একসাথে আমন চারা রোপনের কাজ শুরু হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। সেই সাথে রয়েছে হালের সংকটও। তারপরও আবহাওয়া অনুকুলে থাকায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে।
ধান ও লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। এই জেলার মাটি সাধারণত তিন ফসলের জন্য উপযুক্ত বলে বিবেচিত। সেই মাটিতেই চাষ হচ্ছে অর্ধকরী ফসল কাজু বাদাম। সাধারণত ২৫ থেকে ২৭ সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং বন্যামুক্ত অম্লীয় বালু বা বালু দোঁআশ মাটি কাজু বাদাম চাষের উপযুক্ত জমি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় এই বাদাম চাষ হচ্ছে।
দেশের ১১টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে উপর দিয়েও কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলমান রয়েছে। আর এই চলমান দাবদাহে বীজতলা নিয়ে বিপাকে পরেছেন স্থানীয় কৃষকরা। এছাড়াও বৃষ্টি ও পর্যাপ্ত সেচের পানির অভাবে ধানের বীজতলা তৈরি করতে হিমশিম খাচ্ছেন তারা। অন্যদিকে সময় মত ধানের বীজ বপন করতে না পারলে ধানের উৎপাদন কমার আশঙ্কা করছেন অনেকেই।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্থানীয় চাহিদার তুলনায় বেশি মাছ উৎপাদন হচ্ছে। এর কারণ হলো, গত দুই বছরে এই এলাকায় অনেক পুকুর-জলাশয় খনন করেছেন স্থানীয়রা। সেখানে তারা মাছ চাষ করছেন। এছাড়া প্রাকৃতিক খাল-বিল ও জলাশয় তো আছেই।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলতি মৌসুমের রোপা, ইরি ও আউশ ধান কাটা শেষে গোলায় তোলার কাজও শেষ পর্যায়ে। এখন কৃষকরা ব্যস্ত শুকানো ধান ভাঙাতে। এই সময়ে জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রাম্যমাণ ধান ভাঙানোর মেশিন বা কল।
কৃষককে সবরকম সুযোগ-সুবিধা দিয়ে তাদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার তৎপর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান - যেটাই চাষ করুক, কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকের পাশে থাকা।
ঠাকুরগাঁওয়ে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষকদের কারিগরি পরামর্শ, সুষম সারের ব্যবহার, বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় থাকায়, সার, বীজ, কীটনাশক কৃষকদের ক্রয়ক্ষমতার নাগালে থাকায় এ বছর ইরি-বোরোর বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় এবং বাম্পার ফলন হওয়ায় ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলার কৃষকদের মুখে ফুটে হাসির জোয়ার।
সরকারের কৃষি প্রণোদনা ও ভর্তুকি কর্মসূচির আওতায় দেশের বৃহৎ সমলয়ে বোরো ধানের শস্য কর্তন, কৃষিযন্ত্র ও বীজ বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানিপুর চামারদিঘি সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে ধান কেটে বোরো ধানের শস্য কর্তনের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। এসময় তিনি কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করেন।
Starsangbad