ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ
লাল শাপলায় ছেয়ে গেছে আশুরার বিল
লাল শাপলায় ছেয়ে গেছে আশুরার বিল

"তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন। ঝিলের জলের শাপলা-শালুকে মন ভরে যায় গ্রামের কিশোর-কিশোরীর। কারও জীবনের প্রথম প্রণয়। প্রকৃতি ও ইতিহাসের পাতায় নীরবে-নিভৃতে শাপলা প্রকাশ করেছে মানব হৃদয়ের পরিমাপ। বিশ্বে শাপলার ৩৫ জাত । এর মধ্যে দেশে বেশি ফোটে লাল ও সাদা শাপলা। বৈচিত্র্যে ও ইতিহাসে সাদা শাপলা অনন্য। সাদা শাপলা আমাদের জাতীয় ফুল যা দেশে দেশে, মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধনে গেঁথে রেখেছে। প্রকৃতির সঙ্গে ফুলের নিবিড় সম্পর্ক মানব হৃদয়ে ভালবাসার প্রতীক হয়ে এসেছে। শাপলা নিয়ে রচিত হয়েছে কত কথা, কত সুর! 

বুধবার, ১২ অক্টোবর ২০২২, ২১:২৪