ঢাকা Wednesday, 27 September 2023

পঞ্চগড়ে আমন ধানের চারা লাগানোর ধুম, দল বেধে জমিতে নেমেছে কৃষক-শ্রমিকরা
পঞ্চগড়ে আমন ধানের চারা লাগানোর ধুম, দল বেধে জমিতে নেমেছে কৃষক-শ্রমিকরা

কোরবানীর ঈদের আগে থেকেই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। জমিতে পর্যাপ্ত পানি জমে আছে। বীজতলায় চারাও প্রস্তুত। এই সুযোগে জমি তৈরী করে রোপা আমন চারা রোপনের কাজ শুরু করে দিয়েছেন পঞ্চগড়ের কৃষকরা। প্রকৃতির ওপর নির্ভরশীল এই আমন ধানের কচি চারা জমিতে লাগানোর ধুম পড়েছে গোটা জেলায়। বীজতলা থেকে চারা তুলে তার জমিতে রোপন করতে ব্যস্ত কৃষক-কৃষাণীরা। মৌসূমের শেষের দিকে বৃষ্টি না হওয়ার আশংকায় সময়ের আগেই মজুরী বেশি দিয়ে হলেও জমিতে চারা রোপন শুরু করেছে কৃষকরা। একসাথে আমন চারা রোপনের কাজ শুরু হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। সেই সাথে রয়েছে হালের সংকটও। তারপরও আবহাওয়া অনুকুলে থাকায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে।