পৃথিবীর বৃহত্তম ফুল, ওজন ১০ কেজি!
বচসার পর রাগের বশে প্রেমিকার খোঁপায় গুঁজল না, বরং ফুল দিয়ে মাথায় আঘাত করে প্রেমিকাকে হত্যা করল জনৈক প্রেমিক। এমনটা হতে পারে? ফুল তো প্রায় ওজনহীন একটি জিনিস। কথায় বলে, ফুলের ঘায়ে মূর্ছা যায়! তা দিয়ে মানুষ খুন সম্ভব? শুনতে অবিশ্বাস্য লাগছে বটে, তবে এও সম্ভব হতে পারে যদি ফুলটি হয় র্যাফ্লেসিয়া প্রজাতির। কারণ প্রকৃতির আজব খেয়ালে এই ফুলের ওজন হতে পারে ১০ থেকে ১১ কেজি অবধি। এটি বিশ্বের বৃহত্তম ফুলও বটে।
সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ১৮:২৪