ঢাকা Wednesday, 27 September 2023
পরীক্ষায় নকল করা, র্যাগিং ও শিক্ষার্থী নিপীড়নসহ নানান অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার ৬ষ্ঠ দিনে দেশের ১১ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার এক দশমিক ২৩ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে শিক্ষার্থী ৪৯ জন এবং ৩ জন পরীক্ষক।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার আবেদনের ফল আগামীকাল সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন দুপুরের পর একযোগে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয় এ পরীক্ষা। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে, ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর
এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে আটটি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে চতুর্থ দিনে রেকর্ড ৬৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক। বৃহস্পতিবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগে মামলা নিয়ে জটিলতা কেটেছে। পৌনে ২৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭ আগস্ট এই অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ নীতিমালা প্রকাশ করে তা যথাযথ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপনের গেজেটের কপি পাঠানো হলো। এ নীতিমালা দেশের অভ্যন্তরে অবস্থিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। নীতিমালা বাস্তবায়ন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণে ব্যবস্থা নেয়ার জন্য বলা হলো।
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হয়েছে দেশের আট বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। তবে বন্যার কারণে বাকি তিন বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। ওই তিন বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট। বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ১১ বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা থাকলেও চট্টগ্রাম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরুর তারিখ পেছানো হয়।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর আগে পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত সংশোধিত কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
Starsangbad