ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ
ঢাবি প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজি, তদন্তে কমিটি
ঢাবি প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজি, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল টিমের একাংশের বিরুদ্ধে ক্যাম্পাস এলাকায় ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের কতিপয় সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য সাবেক সহকারী প্রক্টর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহাকে সদস্যসচিব করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার, ৩ মার্চ ২০২৩, ০১:৫১

যেভাবে জানা যাবে প্রাথমিকের বৃত্তির ফল
যেভাবে জানা যাবে প্রাথমিকের বৃত্তির ফল

​​​​​​​প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট, স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮