ঢাকা Wednesday, 27 September 2023

বুলিং-র‌্যাগিং প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ
বুলিং-র‌্যাগিং প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ নীতিমালা প্রকাশ করে তা যথাযথ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  রোববার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপনের গেজেটের কপি পাঠানো হলো। এ নীতিমালা দেশের অভ্যন্তরে অবস্থিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। নীতিমালা বাস্তবায়ন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণে ব্যবস্থা নেয়ার জন্য বলা হলো।