ঢাকা Wednesday, 27 September 2023
জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উত্তরপাশে কালাই পৌর শহরের সরাইল এলাকায় ময়লার ভাগাড়। কালাই পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রতিদিন জমা হওয়া সব ময়লা-আবর্জনা রাতে ট্রাকে করে নিয়ে ফেলা হয় এই ভাগাড়ে।
সমুদ্র উপকূল আর চারদিকে নদী বেষ্টিত প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জেলা ঝালকাঠি। গত এক যুগে সিডর, আইলা, মহাসেন বুলবুল আর সিত্রাংসহ বন্যা-ঝড়ে প্রাণহানি ও সম্পদ হারিয়ে দুর্যোগে তাণ্ডবের সাক্ষী এ জেলার মানুষেরা। কিন্তু দুর্যোগ মোকাবিলায় নদী পাড়ের মানুষের জন্য টেকসই ব্যবস্থা নেই মোটেও। বিশেষ করে বাঁধ না থাকায় কাঠালিয়া উপজেলায় যুগ যুগ ধরে ঝড়-বন্যায় ভাসছে অসংখ্য মানুষ।
প্রায় আট বছর ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন বিদ্যালয়ে ঘুড়ে ঘুড়ে শিক্ষার্থী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। এলাকার নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আর মুক্তিযুদ্ধের চেতনায় জীবন গড়তেই নিজ আগ্রহে এমন উদ্যোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মুক্তিযুদ্ধের ইতিহাস শুনাচ্ছেন তিনি।
মানুষের সঙ্গে পশুপাখির প্রেমের অনেক নজির আছে এ পৃথিবীতে। তেমনি এক ব্যতিক্রমী প্রেমিক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার দিলীপ বাবু। ছোট্ট খাবারের দোকানদার দিলীপ রাস্তা থেকে তুলে নিয়ে আসা একটি কুকুরকে লালনপালন করছেন নিজের সন্তানের মত। নিজের নাম অনুসারে কুকুরের নামও রেখেছেন রাজাবাবু। সেই কুকুর এখন তার ব্যবসার সহযোগী। মনিবের সঙ্গে কুকুরের এমন ভালোবাসা সাড়া ফেলেছে পুরো এলাকায়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানচিত্রে ঠিকই আছে সোনাখালী নদী। তবে দুই নদীর মধ্যে সংযোগকারী এই নদীটি এখনকার বাস্তব চিত্রে আর নদী নেই। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ নদীটির বেশি অংশ ভরাট হয়ে গেছে। এতে চারটি এলাকার আবাদী মাঠের পানি নিষ্কাশনের সহজ পথ বন্ধ হয়ে গেছে। বছরের বিভিন্ন সময়ে নদীর বুকে করা হচ্ছে ফসলের আবাদ। এদিকে নদী ভরাটের এক জায়গায় নির্মাণ করা ড্রেনে এবারের বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হবে না বলে জানা গেছে।
দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার একটি গ্রামের বাড়ি-ঘরে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। টিউবওয়েল থেকে পানি উঠছে না। ফলে ওই গ্রামবাসীরা আংতকে বসবাস করছে। গ্রামবাসীদের অভিযোগ একাধিকাবার আবেদন করেও খনি কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার ঘোষণা গ্রামবাসীদের। তবে কর্তৃপক্ষ বলছেন, বাড়ি নির্মাণের ত্রুটির কারণে ফাটল দেখা দিতে পারে।
দিনাজপুরের ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশায় ভুগছেন ভুট্টা চাষিরা। সরকারিভাবে মূল্য নির্ধারণ বা ফসল কেনার উদ্যোগ না থাকায় এমন পরিস্থিতি হচ্ছে বলেই মনে করছেন তারা। চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার ৫৩৩ হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী মহাপরিচালক বা ডিজি নিয়োগ দেওয়া হয় জেষ্ঠ্যতার ভিত্তিতে। জেষ্ঠ্যতায় এগিয়ে থাকলেও গ্রেডে পিছিয়ে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল ক্যাডারের যান্ত্রিক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরী। অদৃশ্য হাতের ইশারায় অন্যদের গ্রেড পরিবর্তন হলেও সফল এই কর্মকর্তা এখনও তৃতীয় গ্রেডে পড়ে আছেন। রেলের নানা সফলতার কারণে মন্ত্রণালয় তাকেই এ পদের জন্য যোগ্য মনে করছেন। এজন্য রেল মন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন গ্রেড-২ এর জন্য সুপারিশ করেছেন।
বাজার থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছে চিনি। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের এমন উধাও হওয়াতে বিপাকে পড়েছেন ক্রেতাসাধারণ। তারা খুচরা, এমনকি পাইকারি দোকানে ঘুরেও পাচ্ছেন না চিনি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, গত দুদিন ধরেই এমন সংকট চলছে।
Starsangbad