‘হিজড়া’রাও পরিণত হতে পারেন জনসম্পদে, প্রয়োজন উদ্যোগ
তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়া নামেই যাদের পরিচিতি বেশি এ সমাজে। তাদের কথা উঠলেই অনেকের মাঝে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। অচ্ছুৎ-অপাঙক্তেয় হিসেবে দূরে ঠেলে দেয়া হয় তাদের। সবার অবহেলায় কোণঠাসা এই জনগোষ্ঠীর জীবনে শুধুই বেদনার ঢেউ। কিন্তু যদি তাদেরকে ভালোবেসে নেয়া হয় সৃষ্টিশীল পদক্ষেপ, তবে তারাই হয়ে উঠতে পারেন এ সমাজের, দেশের, রাষ্ট্রের মূল্যবান জনসম্পদ। বদলে দিতে পারেন তাদের নিয়ে নেতিবাচক সব ধ্যান-ধারণা।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৯