ঢাকা Wednesday, 27 September 2023
সরকারের বিশেষ অনুমতির ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ১১৭ মেট্রিক টন ৯০০ কেজি ইলিশ। পূজার আগে পদ্মার ইলিশ পেয়ে ভারতীয়রা খুশি হলেও রপ্তানিতে দেশে ইলিশের সংকট দেখিয়ে দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে দেশীয় বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত।
ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত দেশের ৭৯টি প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানি করবে। জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এমন অনুমতি দেয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিশ্বের নানা দেশে প্রায় ১ কোটি বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশের জন্য বিরাট সম্পদ তারা। মূলত তাদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। বুধবার (২০ সেপ্টেম্বর) ব্যবসায়ী ও প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে টাকায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো-
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে। গত ১ মাসের মধ্যে তা প্রায় সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়িয়েছে দেশটি।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের নভেম্বর মাস থেকে চালু করতে যাচ্ছে জাতীয় ডেবিট কার্ড সেবা। এই কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি (টাকা-রুপি) ব্যবহারের সুবিধা পাবেন ভোক্তা। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সোমবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানান।
দেশে ডিমের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কয়েক মাসের ব্যবধানে ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বাজারের এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম মাসে যুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। আর এতে কিস্তি হিসেবে সরকারের তহবিলে জমা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এই স্কিম উদ্বোধনের এক মাস পর রোববার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তৈরি হিসাবে এসব তথ্য পাওয়া যায়।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেছেন, স্থানীয় অটোমোবাইল উৎপাদন শিল্পকে উৎসাহিত করা দরকার, যাতে বাংলাদেশ সেকেন্ডহ্যান্ড গাড়ি আমদানিনির্ভরতা হ্রাস করে নিজস্ব গাড়ি তৈরি করতে পারে।
সরকার নির্ধারিত ২৭ টাকা দরে হিমাগারে থাকা আলু বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। আগামীকাল রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে এই নির্দেশনা পালনের কথা বলেছেন তিনি। অন্যথায় সরকারই ২৭ টাকা দরে আলু বিক্রি করে ব্যবসায়ীদের টাকা বুঝিয়ে দেবে বলে হুঁশিয়ার করেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক।
ডিম, তেল, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ শুক্রবার থেকে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে এসব নিত্যপণ্য। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম ১২ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ৬০ থেকে ৬৫ টাকা, আলু ৩৫ টাকা এবং সয়াবিন তেল লিটার প্রতি ৫ টাকা কমে বিক্রি হবে ১৬৯ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের কারসাজি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করার পরও এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে না। এতে করে ভোগান্তি কমছে না সাধারণ জনগণের।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোন যৌক্তিক কারণ ছাড়াই বাজারে বেড়েছে আলু-পেঁয়াজ ও ডিমের দাম। তবে দ্রব্যমূল্যের দাম বাড়লেও টিসিবির পণ্য পেয়ে নিম্ন-আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। মানুষের হয়রানি কমাতে আগামীতে ডিজিটাল কার্ডে নিম্ন-আয়ের মানুষদের ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হবে।
Starsangbad