‘মার্কিন প্রতিবেদনের পয়েন্টগুলো আমরা খতিয়ে দেখছি’
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেয়া প্রতিবেদন বিচার-বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত ২০ মার্চ মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম হচ্ছে, স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেয়া হচ্ছে প্রভৃতি।
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১৯:০২