ঢাকা Sunday, 04 June 2023
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিআইটি পুকুরের ভরাট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (৪ জুন) সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে এই রিট আবেদন করেন। মোনজিল মোরসেদের সংগঠন এইচআরপিবি’র পক্ষে রিটটি উত্থাপন করেন অ্যাডভোকেট ছারওয়ার আহমদ চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি সম্পাদক ফজলে রাব্বি রবনা বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এস.এম মোসলে উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ জুন সশরীরে আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেন।
পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট ও ধানমন্ডি থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা রয়েছে ধানমন্ডি থানায়। অন্যটি হয়েছে নিউমার্কেট থানায়। মঙ্গলবার (২৩ মে) রাতে করা তিনটি মামলারই বাদী পুলিশ। ধানমন্ডি থানায় করা দুটি মামলার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে, অন্যটি বিস্ফোরক আইনে করা হয়েছে। এসময় মামলায় বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৫০০ জনেক অধিক আসামি করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। এর ফলে এখন থেকে বিজিবি মামলা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার (২৪ মে) বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর বিষয়ে দেওয়া ইজারার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত। জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (২২ মে) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগের মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মুক্তি পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২২ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি মুক্তি পান।
৯৮ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগামী ২২ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেছেন আদালত। সোমবার (২২ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।
প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন হয়। এ সময় আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন।
অগ্রিম টাকা নিয়ে শোতে হাজির না হওয়াসহ একাধিক প্রতারণার মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (২০ মে) সকালে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং জিজ্ঞাসাবাদ শেষে এদিন দুপুরে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে নোবেলের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। বৃহস্পতিবার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি বাতিল করে ভোটগ্রহণের মাধ্যমে নতুন কমিটির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেছে। এর প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট অঙ্গন। এতে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
Starsangbad