ঢাকা Tuesday, 21 May 2024

শৈলকুপায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: 17:46, 30 April 2024

শৈলকুপায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।

মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ী বলেন, সকালে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, জাহাঙ্গীর হোসেনকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী।