ঢাকা Friday, 17 May 2024

এখলাছপুরে নানা আয়োজনে শীতলা পূজা অনুষ্ঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 17:54, 30 April 2024

এখলাছপুরে নানা আয়োজনে শীতলা পূজা অনুষ্ঠিত

নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শীতলা পূজা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন মানিক ঘোষের বাড়িতে এই পূজা হয়। এর ব্যবস্থাপনায় ছিলেন শীতলাতলা পূজা মন্দির কমিটির সভাপতি মানিক ঘোষ। পূজায় অসংখ্য ভক্ত-অনুসারী শীতলা দেবীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন।  

মানিক ঘোষ জানান, প্রতি বছর চৈত্র ও বৈশাখ মাসে এই পূজা হয়ে থাকে। এই পূজা ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা উপোস থাকেন। পূজা শেষে প্রসাদ ও শীতলার লুট বিতরণ করা হয়। 

তিনি আরো জানান, আগে আমাদের মন্দির না থাকায় অনেক দূরে গিয়ে শীতলা পূজা করতে হতো। কিন্তু মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আমাদের এখানে পূজা করার জন্য মন্দির নির্মাণ করে দিয়েছেন। এখন আমরা এখানেই প্রতি বছর শীতলা পূজা করে থাকি।