ঢাকা Friday, 17 May 2024

জামালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: 13:26, 2 May 2024

জামালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

অনাবৃষ্টির কারণে প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ। নদী-খাল-বিলসহ অন্যান্য জলাশয় শুকিয়ে যাচ্ছে, মাঠে ফসলের ক্ষতি হচ্ছে, গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যাচ্ছে, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা নেই। এমন বিপর্যয় থেকে রেহাই পেতে ইসতিসকার নামাজ করেছেন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নবাসী। 

অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতিভরে বৃষ্টির জন্য প্রার্থনা জানানো হয়েছে ইসতিসকার নামাজের মাধ্যমে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেন। 

নামাজে ইমামতি করেন লাহিড়ীকান্দা ঐতিহাসিক ঈদগাহ মাঠের খতিব হাফেজ মাওলানা সৈয়দ মুহাছিম বিল্লাহ। নামাজের খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। 

ইসতিসকার নামাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবুল খায়ের খোকা মাস্টার, মাহবুব-উল আলম মামুন প্রমুখ।