ঢাকা Saturday, 27 April 2024

ফেসবুক-ইউটিউবের কাছে সরকার অসহায় : মোস্তাফা জব্বার

স্টার সংবাদ

প্রকাশিত: 23:37, 6 September 2021

আপডেট: 23:37, 6 September 2021

ফেসবুক-ইউটিউবের কাছে সরকার অসহায় : মোস্তাফা জব্বার

ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবের কাছে সরকার অসহায়। আপত্তিকর ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও অপসারণের ব্যাপারে অনুরোধ করা হলেও সবক্ষেত্রে তারা শোনে না।

সোমবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম, কনটেন্ট ও আনুষঙ্গিক বিষয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, অনেক সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে মানহানিকর তথ্য সরানোর বিষয়ে আমাদের আবেদনে সাড়া দেয় না।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল এসব অপরাধকে কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না।

তিনি বলেন, এসব প্ল্যাটফর্ম থেকে কোনো কন্টেন্ট দেখেই তা বন্ধ করে দেয়ার মতো ক্ষমতা ও সক্ষমতা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নেই। সুতরাং এসব কন্টেন্ট অপসারণ না করার জন্য বিটিআরসিকে দায়ী করাও অবিচার।