ঢাকা Tuesday, 30 April 2024

বিটিসিএলের সার্ভার ডাউন, ‘ডট বিডি’ নামযুক্ত ডোমেইন বন্ধ

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 20:02, 3 April 2024

বিটিসিএলের সার্ভার ডাউন, ‘ডট বিডি’ নামযুক্ত ডোমেইন বন্ধ

ফাইল ছবি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সার্ভার ডাউন থাকার কারণে বিপুল সংখ্যক ডট বিডি নাম যুক্ত ডোমেইন বন্ধ রয়েছে। সমস্যার সমাধানে কাজ করছে সরকারি প্রতিষ্ঠানটি।

বুধবার (৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, বিটিসিএলের ডট বিডি ডোমেইন সার্ভিস আজ (বুধবার) সকাল আটটা ৪০ মিনিট থেকে কারিগরি ক্রুটির কারণে বন্ধ আছে। তবে ডট বাংলা সার্ভিস যথারীতি চালু আছে। ক্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে।

দ্রুতই সমস্যার সমাধান করা হবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী। এই ঘটনায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডট বিডি ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে।

দেশে ডটবিডি এবং ডটবাংলা ডোমেইনে নিবন্ধন দেয় বিটিসিএল। প্রতিষ্ঠানটির আওতায় ডট বিডি ডোমেইন নিবন্ধিত প্রায় ৪০ হাজার সরকারি-বেসরকারি ওয়েবসাইট আছে।

এই ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডট বিডি ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।