ঢাকা Thursday, 16 May 2024

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: 18:32, 29 April 2024

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করে। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে হিলি সীমান্তের শূন্যরেখার গোলঘরে এই বৈঠক হয়। বৈঠকে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়াসহ দুই বাহিনীর কর্তকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতিনিধি দলটি ফেরত যায়।