ঢাকা Thursday, 16 May 2024

তাপদাহের কারণে মঙ্গলবারও অনেক স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি 

স্টার সংবাদ

প্রকাশিত: 17:29, 29 April 2024

তাপদাহের কারণে মঙ্গলবারও অনেক স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি 

চলমান তাপদাহের কারণে আগামীকাল মঙ্গলবারও (৩০ এপ্রিল) দুটি বিভাগের সব জেলাসহ দেশের ২৭টি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্ধ থাকবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো ২ মে পর্যন্ত বন্ধ থাকবে। 

উল্লেখ্য, গতকাল রোববার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সোমবার বন্ধ থাকবে। গত ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরো একদিন বাড়াল মন্ত্রণালয়।