ঢাকা Saturday, 27 July 2024

ডেঙ্গুতে প্রাণ হারালেন আরো ৩ জন

স্টার সংবাদ

প্রকাশিত: 19:34, 15 May 2024

আপডেট: 22:41, 15 May 2024

ডেঙ্গুতে প্রাণ হারালেন আরো ৩ জন

দেশে ফের প্রাদুর্ভাব বাড়ছে অ্যাডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেলেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন।

বুধবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। তাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ১১ জন। এছাড়া ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তাদের মধ্যে পাঁচজন বরিশালে।

বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৪ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে দেশে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু পরিস্থিতি গত বছরের চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।