ঢাকা Monday, 06 May 2024

বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি চরমে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: 19:33, 24 April 2024

আপডেট: 19:34, 24 April 2024

বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি চরমে

জামালপুরের বকশীগঞ্জে কয়েকদিনের টানা খরা ও প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে তীব্র রোদ ও তাপমাত্রায় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিনের টানা প্রখর রোদ ও তাপমাত্রার কারণে চরম অস্বস্তিতে রয়েছে মানুষ। প্রতিদিন তাপমাত্রা ৩৩ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে জনসমাগম একেবারে কমে গেছে। মানুষ প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না।

বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এদিকে তীব্র রোদ ও গরমের মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় বকশীগঞ্জ উপজেলায় চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দিনে-রাতে ব্যাপক লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। 

এদিকে বৃষ্টি না হওয়ায় চরাঞ্চলের পাটক্ষেত ও সবজিক্ষেতের ক্ষতি হচ্ছে। 

বৃষ্টির জন্য মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা করা হচ্ছে।

এছাড়া তাপদাহের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর ভিড় বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে।