ঢাকা Sunday, 19 May 2024

রাজধানীতে ব্যাপক বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত

স্টার সংবাদ

প্রকাশিত: 23:03, 5 May 2024

রাজধানীতে ব্যাপক বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার (৫ মে) সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি।। বিদ্যুৎ চমকানোর পাশাপাশি কোথাও কোথাও পড়ছে শিল। 

এদিন বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছিল, আগামী তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/ উত্তরপশ্চিম দিক থেকে দমকা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

সেই পূর্বাভাস অনুযায়ী ঢাকার স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে কমে এসেছে তাপমাত্রা। 

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে আগামীকাল সোমবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।