ঢাকা Wednesday, 08 May 2024

তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 22:47, 26 April 2024

আপডেট: 22:48, 26 April 2024

তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

পাবনার ঈশ্বরদী উপজেলায় তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাত বেঁকে যায়। এ কারণে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর পাস থ্রো করে অন্য লাইনে ঘুরে যায়।

জানা গেছে, প্রায় দুই ঘণ্টা রেলওয়ের কর্মচারীরা রেললাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক করার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাস্টার তাওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রচণ্ড রোদে রেললাইন ২৫ ফুট বেঁকে গেছে। পরে রেলওয়ে অফিসের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।

এ বিষয়ে রেলওয়ের ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক শুভ হোসেন বলেন, কপোতাক্ষ ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে ছাড়ার পর ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে হওয়ায় স্টেশন মাস্টার তাওলাদ হোসেন পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানান। পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনটিকে অন্য রেললাইন দিয়ে থ্রো পাস করার ব্যবস্থা করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। এজন্য সাময়িক অসুবিধা হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় বিষয়টি সমাধান করা হয়েছে।

এদিকে ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানিয়েছেন, তাপমাত্রা আরো বাড়তে পারে। শুক্রবার ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।