ঢাকা Sunday, 19 May 2024

১ জুলাই থেকে চালু হচ্ছে টিসিবির স্থায়ী দোকান

স্টার সংবাদ

প্রকাশিত: 17:16, 7 May 2024

আপডেট: 20:19, 7 May 2024

১ জুলাই থেকে চালু হচ্ছে টিসিবির স্থায়ী দোকান

চলতি বছরের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) স্থায়ী দোকান চালু হচ্ছে। 

মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর বারিধারায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

এসময় তিনি আরো জানান, জায়গা পাওয়া সাপেক্ষে কোথাও কোথাও এই দোকান স্থাপনে সময় লাগতে পারে।

পেঁয়াজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখন মৌসুম চলছে। পেঁয়াজ যেহেতু পচনশীল পণ্য, আমরা স্থানীয়ভাবে (নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে) কিনে দিতে চাই না। যেহেতু যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, আমরা তখন সরবরাহ বাড়ানোর জন্য বিদেশ থেকে পেঁয়াজ এনে দিয়েছিলাম।

তিনি আরো বলেন, চিনি আমরা রমজান মাসে দিই। রমজান মাসে এর চাহিদা বেশি থাকে। রমজান মাসের বাইরে চিনির চাহিদা অত বেশি থাকে না, সেজন্য চিনি আমরা দিইনি। এক কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে (নিত্যপ্রয়োজনীয় পণ্য) দিচ্ছি। দোকানগুলো হলে প্রয়োজন মতো পরামর্শ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে দেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর অনুমতি চাইব। তিনি যদি অনুমতি দেন, আমরা পরবর্তীতে সেটার ব্যবস্থা করব। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবি বাফার স্টকের চিন্তা করছে। আমরা অন্ততপক্ষে দেড় থেকে দুই মাস, প্রয়োজনে তিন মাসের, বাফার স্টক তৈরি করব। বাফার স্টক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সাপ্লাই স্মুদ রাখতে পারব। বিশেষ করে তেলের ব্যাপারে আমাদের নজরদারি আছে, তেল কীভাবে বাল্ক আনা যায়। আমরা তো এখন বোতলে আনি। টিসিবি কাজ করছে এটা নিয়ে।

তিনি আরো বলেন, আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি। মৌসুমে এক রকম ট্যারিফ থাকবে, যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দেব। এই ডায়নামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি। লক্ষ্য একটাই, নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে। 

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়েরও সহায়তা নেব।