ঢাকা Sunday, 19 May 2024

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পরিবর্তন নেই একাদশে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 18:10, 5 May 2024

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পরিবর্তন নেই একাদশে

ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছিল বাংলাদেশ। ম্যাচটাও জিতেছিল স্বাগতিকরা বড় ব্যবধানে। চট্টগ্রামে আজ রোববার (৫ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচে বাংলাদেশ একাদশ অপরিবর্তিত থাকলেও জিম্বাবুয়ে দলে এসেছে তিন পরিবর্তন।

আগের ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাস আজও আছেন সেরা একাদশে। তার সঙ্গে ওপেন করতে নামবেন আগের ম্যাচের নায়ক বাঁহাতি তানজিদ হাসান তামিম। তিন নম্বরে যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরের তিন পজিশনে যথাক্রমে তাওহীদদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক।

স্পিন আক্রমণ সামলাবেন শেখ মেহেদী, তার সঙ্গী লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস ইউনিটের নেতৃত্বে তাসকিন আহমেদ। শরিফুল ইসলামের সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচও ড্রেসিংরুমে থেকেই দেখতে হবে স্কোয়াডের বাকি তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুবকে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ

জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, তাদিওয়ানাশে মারুমানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, লুক জংউই, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, আইনসলে এনডিলোভু।