ঢাকা Sunday, 19 May 2024

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: 14:12, 7 May 2024

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের সদর উপজেলায় ক্ষেতের কেটে রাখা ধান বাড়ি আনতে গিয়ে বজ্রপাতে আবুল হোসেন নিলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শুলাকুড় মাঠে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, বিকালে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এর কিছুক্ষণ পর থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। বৃষ্টি কমে গেলে সন্ধ্যার দিকে বজ্রপাত হতে থাকে। সেসময় বাড়ির পার্শ্ববর্তী শুলাকুড় মাঠে দিনের বেলায় কেটে রাখা ধান বাড়িতে আনার জন্য ক্ষেতে যান আবুল হোসেন নিলাম। ধান গোছানোর এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য কৃষকদের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ বাড়িতে আনা হয়। 

হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক নিলু বলেন, বজ্রপাতে নিলামের শরীরের মাথা থেকে নাভী পর্যন্ত এক সাইড পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।