ঢাকা Saturday, 27 April 2024

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 21:26, 25 October 2022

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন

বিশ্বের জনপ্রিয় মেসেজিং সার্ভিসেস অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বাংলাদেশেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা মঙ্গলবার সকাল থেকেই সমস্যা নিয়ে রিপোর্ট করা শুরু করেন। খবর বিবিসি।

অনলাইন টুল ডাউন ডিটেক্টর প্রথম এই মেসেজিং অ্যাপে অস্বাভাবিকতা দেখতে পায়। অধিকাংশ ক্ষেত্রেই মেসেজ যাচ্ছিল না বলে রিপোর্ট করা হয়। অনেকে আবার সার্ভার ডিসকানেকশন এবং অ্যাপে সমস্যার রিপোর্ট করতে থাকেন। ইতালি ও তুরস্ক থেকেও অন্যান্য সোশাল মিডিয়া ব্যবহার করে অনেকে হোয়াটসঅ্যাপ পরিষেবায় সমস্যার কথা জানাতে থাকেন। আধা ঘণ্টার মধ্যে ১২ হাজারের বেশি রিপোর্ট পাওয়া গেছে বলে জানা যায়।

এদিকে, মেটা থেকে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বার্তা পাঠাতে পারছেন না।

হোয়াটসঅ্যাপের প্রায় দুই বিলিয়ন বিশ্বব্যাপী সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। যুক্তরাজ্যেও এটি একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।

সূত্র: বিবিসি