ঢাকা Saturday, 27 April 2024

ফের বাড়ছে করোনা, পাঁচ দফা সুপারিশ 

স্টার সংবাদ

প্রকাশিত: 22:34, 18 September 2022

আপডেট: 02:33, 19 September 2022

ফের বাড়ছে করোনা, পাঁচ দফা সুপারিশ 

দেশে গত কয়েকদিন ধরে আবারো বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে করোনা অতিমারির নতুন ঢেউ ঠেকাতে পাঁচ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এসব সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। অংশগ্রহণ করেন কমিটির অন্যান্য সদস্য। 

সভায় যেসব সুপারিশ করা হয় সেগুলো হলো - সবক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ; এখনো যারা করোনার টিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ নেননি তাদের টিকা গ্রহণ; বদ্ধস্থানে সভা থেকে বিরত থাকাসহ দাফতরিক কাজ যথাসম্ভব ভার্চুয়ালি সম্পাদন করা; অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাসমূহে মাস্ক পরা এবং বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানো। 

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে বলেন, আমরা এই সুপারিশগুলো সরকারের কাছে পৌঁছে দেব। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও ১৪১ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জন। অন্যদিকে একই সময়ে করোনায় আক্রান্ত ২৯ হাজার ৩৩৯ জন মারা গেছেন।