ঢাকা Saturday, 27 April 2024

বন্যার্তদের জন্য খাবার পাঠাচ্ছেন ডিপজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 19:23, 20 June 2022

বন্যার্তদের জন্য খাবার পাঠাচ্ছেন ডিপজল

বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। বানভাসি অন্তত ৪০-৫০ লাখ মানুষ। তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। অনেকেই আবার তাঁদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন।

এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ডিপজল জানিয়েছেন, বন্যাকবলিতদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাবেন তিনি।

ফেসবুক লাইভে ডিপজল বলেছেন, ‘প্রতি সপ্তাহে দুই ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশুদের খাবার। বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবেচিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাব।’

এ ছাড়া সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ডিপজল।