ঢাকা Saturday, 27 April 2024

মিথ্যা তথ্যে আপেলের কার্টনে এলো সিগারেট

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 01:29, 24 December 2021

মিথ্যা তথ্যে আপেলের কার্টনে এলো সিগারেট

ছবি সংগৃহীত

মিথ্যা তথ্য দিয়ে আপেলের কার্টনে ১ কোটি ৩৭ লাখ টাকার সিগারেট এনেছিল চট্টগ্রামের রেলওয়ে মেন্স সুপার মার্কেটের মারহাবা ফ্রেশ ফ্রুটস। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আনা এসব কার্টন জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শীতাতপ নিয়ন্ত্রিত এসব কনটেইনার খুলে তারা সিগারেটগুলো পান।  

কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারের চালানে ১ হাজার ১২০টি কার্টন ছিল। এর মধ্যে ৭৫৪টি কার্টনের ওপর আপেল রেখে নিচে বিদেশি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট লুকিয়ে আনা হয়েছিল। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সালাহউদ্দিন রিজভী সংবাদমাধ্যমকে বলেন, এভাবে অবৈধ উপায়ে সিগারেট এনে প্রায় ৫ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, দেশে সিগারেট শর্ত সাপেক্ষে আমদানি করতে হয়। এটির ওপর আমদানি মূল্যের চেয়ে প্রায় পাঁচগুণ শুল্ক আরোপ হয়। সে অনুযায়ী জব্দ হওয়া সিগারেটের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।