ঢাকা Saturday, 04 May 2024

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে 

স্টার সংবাদ

প্রকাশিত: 23:27, 23 June 2022

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে 

ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের দৈনিক সংখ্যা বেড়েই চলেছে। গতকাল বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার (২৩ জুন) শনাক্তের সংখ্যা বেড়েছে ১৮৪ জন। একই সঙ্গে গত কয়েকদিন ধরে প্রতিদিন পাওয়া যাচ্ছে করোনায় আক্রান্তের মৃত্যু সংবাদ।

আজ স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে আরো একজন। 

এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪.৩২ শতাংশ। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

দেশে চলতি মাসের শুরুর দিকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। সবশেষ বৃহস্পতিবার এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৯ জনে। সেই সঙ্গে দ্রুত বাড়ছে শনাক্তের হারও। গত দুই সপ্তাহে শনাক্তের হার ১.৭৩ থেকে বেড়ে হয়েছে ১৪.৩২ শতাংশ। গতকাল বুধবার (২২ জুন) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩.৩০ শতাংশ এবং আক্রান্ত শনাক্ত হয়েছিল ১ হাজার ১৩৫ জন। 

এদিকে একই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

এদিকে করোনা বাড়তে থাকায় সবাইকে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি।