ঢাকা Saturday, 18 May 2024

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

স্টার সংবাদ

প্রকাশিত: 20:25, 4 May 2024

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

টানা আট দফা পতনের পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বাড়ানো হয়েছে এক হাজার ৫০ টাকা। এর আগে ২ মে পর্যন্ত টানা ৮ দফায় স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ১০ হাজার ৮৬৫ টাকা।

শনিবার (৪ মে) বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ নতুন দরের ঘোষণা দেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২১৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা।

তবে স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।

এর আগে চল‌তি এপ্রিল মাসের ৬, ৮ ও ১৮ তারিখ স্বর্ণের দা‌ম বা‌ড়ি‌য়ে‌ছিল বাজুস। এর ম‌ধ্যে ৬ এপ্রিল বাড়ানো হয়েছিল এক হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল এক হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল দুই হাজার ৬৫ টাকা। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর এক দিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। এরপর ৪৮ ঘণ্টা পার না হতেই ভালো মানের স্বর্ণের ভরি তিন হাজার ১৩৮ কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ২৪ এপ্রিল ফের দুই হাজার ৯৯ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। ২৫ এপ্রিল এক ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৬৩০ টাকা। ২৭ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৬৩০ টাকা। ২৮ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৩১৫ টাকা। ২৯ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ১৫৫ টাকা। ৩০ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ৪২০ টাকা কমানো হয়েছে। ২ মে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৮৭৮ টাকা কমানো হয়েছিল।