ঢাকা Saturday, 18 May 2024

পটুয়াখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 17:47, 4 May 2024

পটুয়াখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: স্টার সংবাদ

পটুয়াখালীর কলাপাড়ায় উফসি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে এসব সার ও বীজ তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ড. মো: শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: মন্ঞ্জুরুল আলম, পৌর প্যানেল মেয়র হুমায়ুন কবির, মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান বুলেট প্রমূখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।