ঢাকা Saturday, 27 April 2024

ভারতের  জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১১

প্রকাশিত: 17:58, 18 October 2021

ভারতের  জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১১

ভারতের জম্মু-কাশ্মীরে এবার বিহারের দুই নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ নিয়ে চলতি মাসে গুলিতে ১১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন অঞ্চলটিতে। এদের মধ্যে ৪ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার কুলগ্রাম জেলার ওয়ানপোতে ওই ঘটনা ঘটে। এর আগের দিনই বিহারের এক শ্রমিক ও উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা করা হয়। পর পর দুইদিন এভাবে শ্রমিক খুন হওয়ায় জরুরি নির্দেশিকা জারি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

এদিকে নিহতদের পরিবারকে দুই লাখ টাকার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

উল্লেখ্য, সন্ত্রাসবাদ দমনে চলতি সপ্তাহে ৯টি এনকাউন্টারে এই অঞ্চলে নিহত হয়েছে ১৩ জন সন্ত্রাসী।

এদিকে, জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে দুইপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৯ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এর আগে, গত ১০ই অক্টোবর পুঞ্চ জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হয় পাঁচ সেনা। তারপর থেকে ওই এলাকায় অভিযান চলছে। নিরাপত্তার জন্য বৃহস্পতিবার থেকেই পুঞ্চ-জুম্মু মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়েছে।