ঢাকা Sunday, 05 May 2024

বকশীগঞ্জে তীব্র তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিশেষ নামাজ অনুুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

প্রকাশিত: 21:00, 25 April 2024

বকশীগঞ্জে তীব্র তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিশেষ নামাজ অনুুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে তীব্র তাপদাহ ও গরম থেকে রক্ষা পেতে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা নামাজ) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে ওই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে কয়েক শত মুসল্লি তীব্র রোদ অপেক্ষা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনাসহ তাপদাহ কমাতে প্রার্থণা করা হয়।

এসময় মুসল্লিদের কান্নায় পুরো মাদরাসা মাঠ স্তব্ধ হয়ে যায়। বৃষ্টি পেতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন নামাজে অংশ নেয়া মুসল্লিরা। ইস্তিসকা নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মওলানা শফিউল্লাহ। এতে জনপ্রতিনিধি, আলেম ওলামা ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।