ঢাকা Saturday, 04 May 2024

উল্লাপাড়ায় বৈশাখী আঙ্গারু মেলা 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: 14:32, 21 April 2024

উল্লাপাড়ায় বৈশাখী আঙ্গারু মেলা 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই বৈশাখে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় আঙ্গারু মেলা শুরু হয়েছে। সলঙ্গা ইউনিয়নের আঙ্গারুতে পাঁচ পীর মাজার শরীফ ঘিরে শত বছরের বেশী সময় ধরে এই মেলা বসে। আঙ্গারু মেলায় ঘর গৃহস্থালী কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, নানা ধরণের খেলনা, সব ধরণের মসল্লাসহ নানা পণ্যের দোকান বসে। 

শনিবার (২০ এপ্রিল) প্রথম দিনে নানা পণ্যের বহু দোকান বসেছিল। জিলাপী, ঝুড়ি, কাঠের পিড়িসহ চুড়ি মালা, মাটির বাসন কোসন ও বিভিন্ন মালামালের দোকান বসেছিল। কেনাবেচা মোটামুটি হয়েছে। আবার সামনের শনিবারে মেলায় এসব দোকান বসবে। 

স্থানীয়রা বলেন, এককালে আঙ্গারু মেলা জমজমাটভাবে লাগতো। মেলায় সব ধরণের মসল্লা বিক্রি হতো। আশেপাশের তিন চারটি ইউনিয়নের বহু সংখ্যক গ্রাম থেকে আসা জনগণ পাঁচ সাত মাসের জন্য নানা পদের মসল্লা কিনে নিতেন। এছাড়া,  ঘর গৃহস্থালী কাজে ব্যবহৃত কাঠের তৈরি সামগ্রী কেনাবেচা হতো। আঙ্গারু মেলায় এসব সামগ্রী এখনও কেনাবেচা হয় তবে আগের মতো আর জমজমাট নয়।