ঢাকা Saturday, 27 April 2024

গরমে মেকআপের স্থায়িত্ব বাড়ানোর টিপস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: 18:34, 12 October 2022

গরমে মেকআপের স্থায়িত্ব বাড়ানোর টিপস

এই গরমে দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু আপনি চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করে সহজেই মেকআপ স্থায়ী করতে পারেন। সে নিয়েই আজকে রইলো কিছু টিপস: 

মেকআপের আগে ভালোমতো ত্বক পরিষ্কার করতে হবে। ত্বকে থাকা মৃত কোষ তোলার বিষয়ে মনোযোগ দিতে হবে বেশি। কারণ মেকআপ মৃত কোষের সঙ্গে আলগাভাবে লেগে থাকায় অনেক সময় উঠে আসে। তাই ত্বক ভালমতো পরিষ্কার করে নিবেন।

মেকআপের জন্য ত্বক প্রস্তুত করার জন্যে সারা মুখে বরফ ঘষে নিন। বরফ থেরাপির মাধ্যমে বেজ মেকআপ ত্বকে দীর্ঘক্ষণ রাখা সহজ হয়ে যায়।

টোনার ব্যবহারের পর তেলমুক্ত ময়েশ্চারাইজার লাগান। তাতে ত্বক সহজে ভিজে যাবে না বা মেকআপ গলে পড়ে যাবে না। ময়েশ্চারাইজারের পর প্রাইমার লাগান। এভাবে মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখবে ত্বক।

ম্যাট লিপস্টিক দ্রুত উঠে যায় না। তাই দীর্ঘস্থায়ী ফলাফল পেতে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।

অনেক মেকআপ পণ্য যেমন আইলাইনার, মশকারা ব্যবহার করার ক্ষেত্রে ওয়াটারপ্রুফ দেখে কিনুন। এই সময়ে হুটহাট বৃষ্টি কিংবা ভ্যাপসা গরমে ঘেমে মেকআপ উঠে যাওয়ার মতো সমস্যা হবে না।

কাজল ব্যবহার করলে এর ওপর আলাদা পাউডার লাগিয়ে সেট করে নিন। পাউডারের পরতের ওপর আবার কাজল ঘষুন। মাঝখানের পাউডারের স্তর আপনার কাজল ধরে রাখতে সাহায্য করে।