ঢাকা Saturday, 27 April 2024

পুলিশে সাড়ে ৫ হাজার কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি

স্টার সংবাদ

প্রকাশিত: 01:19, 7 December 2022

আপডেট: 01:20, 7 December 2022

পুলিশে সাড়ে ৫ হাজার কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৫৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। সম্প্রতি দেয়া এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৬৪ জেলা থেকে লোকবল নেয়া হবে। আগ্রহীরা নির্ধারিত তথ্য পূরণসাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদন করতে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন।  

সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।  

নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের আগে অবশ্যই ভিডিও টিউটরিয়াল দেখে আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে হবে। এতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে।

এই পদের বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর সন্তোষজনকভাবে চাকরির মেয়াদ পূর্ণ হলে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। এছাড়া বাহিনীর নিয়ম অনুসারে উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।  

আগামী ২ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।  

বিস্তারিত দেখতে ক্লিক করুন