ঢাকা Friday, 26 April 2024

‘রেহানা’র সমালোচনায় তসলিমা

প্রকাশিত: 18:07, 22 November 2021

আপডেট: 18:07, 22 November 2021

‘রেহানা’র সমালোচনায় তসলিমা

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির তীব্র সমালোচনা করেছেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। রবিবার (২১ নভেম্বর) বিকেলে লেখিকা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবিটির সমালোচনা করেন। তার সেই পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“প্রথম কানে গিয়েছে বাংলাদেশের কোনও ছবি, খুব স্বাভাবিক যে সে ছবিটি দেখার আগ্রহ খুব হবে আমার। ছবিটি দেখার সৌভাগ্য হল কাল রাতে। রেহানা মারিয়াম নূর। ছবিটির প্রধান চরিত্রে আমার মনে হয়নি আছেন কোনও সৎ বা উদার কোনও মানুষ। প্রথম থেকেই তিনি রগচটা, রুক্ষ, স্বার্থপর, একগুঁয়ে, আত্মকেন্দ্রিক। ধার্মিক রেহানাকে যদি নারীবাদী হিসেবে দেখানোর চেষ্টা হয়ে থাকে, তাহলে ভুল। নারীবাদীদের সংবেদনশীল হতে হয়। যত না সংবেদনশীল তিনি, তার চেয়ে বেশি প্রতিশোধপরায়ণ। তাঁর জন্য কোনও শ্রদ্ধা বা সহানুভূতি জন্মায়না।

ছবিটি ডেনিশ ডগমা ফিল্মের মতো হাত-ক্যামেরায় শুট করা। কিন্তু বারবারই জনমানবহীন হাসপাতালের একই করিডোর, একই ঘোলা ঘর। কোনও আউটডোর নেই। কোনও আকাশ বাতাস নেই।

ছবিটি ছবি না হয়ে কোনও ডার্ক নাটক হলে ভালো হতো। সিনেমার বড় পর্দায় না দেখিয়ে মঞ্চে দেখালে মানাতো।’