ঢাকা Saturday, 27 April 2024

বাংলাদেশের রিজার্ভ বাড়বে : আইএমএফ  

স্টার সংবাদ

প্রকাশিত: 00:49, 1 February 2023

আপডেট: 03:06, 1 February 2023

বাংলাদেশের রিজার্ভ বাড়বে : আইএমএফ  

আগামী অর্থবছরে (২০২৩-২৪) বাংলাদেশের রিজার্ভ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরে (২০২২-২৩) রিজার্ভ কমে গেলেও পরের অর্থবছর তা বেড়ে ৩৪.২০ বিলিয়ন ডলার হতে পারে।

বৈশ্বিক অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ প্রস্তাব অনুমোদন করেছে আইএমএফ। এ নিয়ে সংস্থাটির দেয়া বিবৃতিতে রিজার্ভ সম্পর্কে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। 

আইএমএফ বলেছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২-২৩ অর্থবছরের শেষ নাগাদ ৩০ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসতে পারে। এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রার মজুদ থাকলে পরিস্থিতি স্বস্তিদায়ক বলে সাধারণভাবে মনে করা হয়।

আইএমএফ বলছে, তাদের দেয়া ঋণের সুবাদে দুর্বল হয়ে পড়া রিজার্ভের বিপরীতে বিদেশি মুদ্রার একটি ‘বাফার’ তৈরির সুযোগ পাবে বাংলাদেশ।

চলতি অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়িয়ে আবার ৩৭.৭০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা বাংলাদেশ সরকার এর আগে জানিয়েছিল।

তবে ওই পরিমাণ ৩০ বিলিয়ন ডলার হতে পারে বলে আভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, তাদের প্রাক্কলন ঠিক হলে এটাই হবে গত তিন বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম রিজার্ভ।

করোনা ভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের অক্টোবরে বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। ২০২১ সালের আগস্টে তা রেকর্ড ৪৮ দশমিক শূন্য ৬ ডলারে পৌঁছায়।

করোনা ভাইরাসের দাপট কমে এলে অর্থনীতির চাকা গতি পেতে শুরু করে। তাতে আমদানির চাপ বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি দায়ও বাড়তে থাকে।

কিন্তু আমদানি ব্যয় বৃদ্ধির তুলনায় রফতানি ও রেমিট্যান্স সেভাবে বাড়েনি। তাতে ডলারের মজুদে টান পড়ে, ভারসাম্য ঠিক রাখতে বাংলাদেশকে টাকার মান কমিয়ে আনতে হয়। রিজার্ভ কমে এখন দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলারের ঘরে।

তবে এই অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে দেখছে না আইএমএফ। তাদের বক্তব্য অনুসারে, চলতি বছর রিজার্ভ কমলেও আগামী অর্থবছরে বাংলাদেশের রিজার্ভ আবারো বাড়বে।