ঢাকা Saturday, 27 April 2024

স্থায়ী জামিন পেলেন কাজী এরতেজা

স্টার সংবাদ

প্রকাশিত: 18:51, 1 December 2022

স্থায়ী জামিন পেলেন কাজী এরতেজা

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে জালিয়াতি ও প্রতারণার মামলায় স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ আদেশ দেন।

এদিন এরতেজারের আইনজীবী স্থায়ী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। পরদিন আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত ১০ জানুয়ারি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

পরে ওই মামলার তদন্ত করতে গিয়ে জালিয়াতিতে ড. এরতেজার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও গ্রেফতার করা হয়।