ঢাকা Saturday, 04 May 2024

উল্লাপাড়ায় লাল-সবুজের টিনের ঘরে তারা বাস করবেন কাল থেকে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: 18:03, 3 April 2024

উল্লাপাড়ায় লাল-সবুজের টিনের ঘরে তারা বাস করবেন কাল থেকে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরিব সাবিনা দম্পতি আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে লাল-সবুজের টিনের ঘরে বসবাস শুরু করবেন। ইউটিউবার র. ই. মানিক (রফিকুল ইসলাম মানিক) সাবিনা দম্পতিসহ আরো তিন পরিবারের জন্য একই ধরনের দুটি বসতঘর নির্মাণ করে দিয়েছেন।

জানা গেছে, উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর আলমের দহ এলাকায় পলিথিনের ছাউনির ঝুপড়ি ঘরে সাবিনা দম্পতি এবং সাবিনার মা মিষ্ট খাতুন ও মেয়ে রোজিনা দম্পতি, মানে তিনটি পরিবার প্রায় আড়াই বছর ধরে বসবাস করে আসছিল। 

নতুন ঘর পেয়ে খুশি সাবিনা দম্পতি। তারা র. ই. মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাবিনা দম্পতির এমন বসবাস নিয়ে ছবিসহ এই প্রতিবেদকের প্রতিবেদন ছাপা হয়। র. ই. মানিকের নজরে বিষয়টি আনা হলে তিনি বসতঘর দুটি করে দেন। 

এই প্রতিবেদককে র ই মানিক বলেন, সাবিনা দম্পতির বসতঘর করে দিতে পেরে তার ভালো লাগছে। এদিকে খোজা খালী গ্রামের আগুনে পুড়ে যাওয়া মোক্তার হোসেনের জন্য র. ই. মানিক বসতঘর করে দিয়েছেন। 

বুধবার (৪ মার্চ) সে ঘরে গরিব-অসহায় মোক্তার হোসেনের পরিবারকে তুলে দেন র. ই. মানিক।