ঢাকা Tuesday, 30 April 2024

ওমরাহ পালন সৌদি গেলেন তাসকিন-আফিফসহ ৭ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 21:39, 16 September 2021

আপডেট: 21:39, 16 September 2021

ওমরাহ পালন সৌদি গেলেন তাসকিন-আফিফসহ ৭ ক্রিকেটার

ছবি সংগৃহীত

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাত ক্রিকেটার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন তারা।

সাত ক্রিকেটার হলেন - নাঈম শেখ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। সঙ্গে আছেন আরেক ক্রিকেটার জাকির হাসান ও তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ। তারা সবাই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রয়েছেন।

জানা গেছে, ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। এরপর ৪ অক্টোবর বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে জাতীয় দল। ওমান পৌঁছার পর সেখানে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে খেলবে সাকিব-মাহমুদউল্লাহরা। আর কোয়ালিফায়ারের সর্বশেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।