ঢাকা Monday, 13 May 2024

রাজধানীতে তাপপ্রবাহে অসুস্থ হয়ে সিএনজিযাত্রীর মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 15:44, 28 April 2024

রাজধানীতে তাপপ্রবাহে অসুস্থ হয়ে সিএনজিযাত্রীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় তাপপ্রবাহে অসুস্থ হয়ে মো. সেলিম (৫৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলিমকে হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক মো. রুবেল বলেন, সেলিম পেশায় মাংস ব্যবসায়ী। সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা ভাড়া করে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছাগল কিনতে যান তিনি। ছাগল কিনে যাত্রাবাড়ীর বিবির বাগিচায় বাসার সামনে যান। সেখানে তার ছেলেকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় করে ছাগল নিয়ে কারওয়ান বাজারের দিকে যাওয়ার পথে কাজলা ব্রিজের ওপরে এসে অচেতন হয়ে পড়েন সেলিম। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিএনজিচালক আরো বলেন, অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে এমনটা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।