ঢাকা Tuesday, 30 April 2024

জোড়া শাস্তি পেলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 17:38, 10 April 2024

জোড়া শাস্তি পেলেন রোনালদো

বড় ধাক্কার মুখে রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিন আগেই সৌদি লিগে জোড়া হ্যাটট্রিক করে রীতিমত উড়ছিলেন সি’আর সেভেন। তবে সৌদি সুপার কাপের সেমিফাইনালে এসেই যেন খেই হারালেন পাঁচবারের ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ী পর্তুগিজ এই মহাতারকা। এরই সুবাদে জোড়া শাস্তি পেলেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) আল-হিলালের বিপক্ষে লাল কার্ড দেখেন রোনালদো। একই সঙ্গে তার দলও সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবার অসংযত আচরণের জন্য জরিমানার কবলেও পড়েছেন তিনি।

আল হিলালের কাছে আল নাসরের ১-২ গোলে পরাজয়ের ম্যাচের ৮৬ তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার আলি আল বুলাহিকে কনুই দিয়ে ধাক্কা দেন রোনালদো। এসময় ম্যাচে এর আগেই হলুদ কার্ড দেখা রোনালদোকে ফের কার্ড দেখান রেফারি। এতে বেশ ক্ষুব্ধ হলেও লাল কার্ড দেখে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে অসংযত আচরণ করেন তিনি।

এমন আচরণে পর্তুগিজ তারকার ওপর ম্যাচ প্রতিবেদনে গুরুতর অভিযোগ এনেছেন রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি। ফলে শাস্তি হিসেবে দুই ম্যাচে নিষিদ্ধ হচ্ছেন রোনালদো। একইসঙ্গে ২০ হাজার রিয়াল জরিমানাও করা হয়েছে তাকে।

উল্লেখ্য, এর আগেও গত ফেব্রুয়ারিতে দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গির কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।