ঢাকা Sunday, 12 May 2024

১৫ বছর পর ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: 21:28, 28 April 2024

১৫ বছর পর ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা

দীর্ঘ ১৫ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারের এনএন সুপার মার্কেটে থানা ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তফশিল ঘোষণা করা হয়। 

তফশিলে বলা হয়, রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের বিধিবিধান ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সংবিধান মোতাবেক সমিতির কার্যকরী কমিটির ১২টি পদে দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনের তফশিল ঘোষণা করা হলো।

ঘোষিত তফশিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২ মে। আপত্তি দাখিল ও আপত্তি শুনানি ৩ মে শুক্রবার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ মে। মনোনয়নপত্র সংগ্রহ/বিতরণ ৫ মে। মনোনয়নপত্র জমাদান ৬ মে। মনোনয়নপত্র বাছাই ৭ মে। খসড়া মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ৮ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ৯ মে। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ১০ মে। প্রতীক বরাদ্দ ১১ মে। ভোটগ্রহণ ১৮ মে। 

তপশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন উপ-কমিটির সদস্য জার্জিস আহম্মেদ ও সদস্য মো. খুরশীদ আলম নাদিম।

এর আগে ২০০৮ সালে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।