ঢাকা Tuesday, 30 April 2024

বাতাসের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস!

প্রকাশিত: 22:14, 22 September 2021

বাতাসের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস!

করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট বাতাসের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে। এ পরিস্থিতিতে আঁটোসাঁটো মাস্ক পরা এবং বদ্ধ পরিবেশ এড়িয়ে খোলামেলা হাওয়া চলাচল করে এমন পরিবেশ নিশ্চিত করতে পারলে করোনা-সংকট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।  

গবেষণা অনুযায়ী, করোনা আক্রান্তদের ছাড়া প্রতিটি নিশ্বাসে সংক্রামক ভাইরাসটি ছড়িয়ে পড়ে বাতাসে। ভাইরাসের মূল ভ্যারিয়েন্টের তুলনায় আলফা ভ্যারিয়েন্টে আক্রান্তদের ক্ষেত্রে এই মাত্রা ৪৩ থেকে ১০০ গুণ বেশি। ‘ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস’ নামে পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, সার্জিক্যাল মাস্ক এবং ঢিলেঢালা পোশাক পরলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে। গবেষণাটি মূলত আলফা ভ্যারিয়েন্টকে নজরে রেখে করা হলেও সম্প্রতি আতঙ্ক ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও এই নিরীক্ষণ কার্যকর বলে জানান বিশেষজ্ঞরা।